খুঁজুন
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

পাহাড়ে গাছ কেটে কোটি কোটি টাকার ঘুষ বানিজ্য করছে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা

সিনিয়র ক্রাইম রিপোর্টার খাগড়াছড়ি
প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ
পাহাড়ে গাছ কেটে কোটি কোটি টাকার ঘুষ বানিজ্য করছে    খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা

এক সময়ের সবুজ অরণ্য ঘেরা দীঘিনালা এখন প্রায় বৃক্ষশূণ্য হয়ে পড়েছে। মাইনী নদী অববাহিকায় ছোট-বড় অসংখ্য পাহাড় ও টিলা নিয়ে গড়ে ওঠা এই জনপদ এখন অরণ্য হারিয়ে বিরান ভূমিতে পরিণত হচ্ছে। ক্রমাগত সংরক্ষিত বনাঞ্চল উজাড় করছে একটি চক্র।

বন বিভাগের অপরিমেয় উদাসীনতা ও ঘুষ বাণিজ্যের কারণে দিন-দুপুরে এসব দুর্গম পাহাড় থেকে কেটে সরবরাহ করা হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। চলতি মৌসুমে অন্তত ৫ লাখ ঘনফুট কাঠ দীঘিনালার বিভিন্ন পাহাড়ি বন থেকে উজাড় হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রতিদিন প্রকাশ্যে বেআইনীভাবে চাঁদের গাড়ি (জীপ) করে বিভিন্ন বাণিজ্যিক কাজে বনের কাঠ পরিবহন করলেও নিরব ভূমিকা পালন করছে বন বিভাগের কর্মকর্তারা। শুষ্ক মৌসুম অর্থ্যাৎ এপ্রিল-মে পর্যন্ত এভাবেই কাঠ পরিবহন চলবে, সাবাড় করা হবে প্রাকৃতিক বন।  আমাদের অনুসন্ধানী প্রতিবেদন  জানা গেছে জনাব মোঃ  ফরিদ  মিঞা নেতৃত্বে

খাগড়াছড়ির দীঘিনালা, বন বিভাগে ঘুষ বানিজ্য হচ্ছে

এবং  রাঙামাটির লংগদু উপজেলা এবং সাজেক ইউনিয়নের অংশে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এবং ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ছয়টি রেঞ্জ রয়েছে। এরমধ্যে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় নারাইছড়ি রেঞ্জ, মারিশ্যা রেঞ্জ, বাঘাইহাট রেঞ্জ এবং ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আওতায় হাজাছড়ি রেঞ্জ, লংগদু উল্টাছড়ি রেঞ্জ এবং মেরুং রেঞ্জের কাঠ পাচার রোধে রয়েছে জামতলী চেক স্টেশন। তবে এই স্টেশন কর্মকর্তার প্রশ্রয়ে এবং অন্যান্য ছয়টি রেঞ্জের কর্মকর্তার ঘুষ৷ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে বন খেকোরা।

জামতলী চেক স্টেশনের সামনে দিয়ে প্রতিদিন অসংখ্য কাঠ বোঝাই জীপ আসা যাওয়া করে। এসব কাঠ যাচ্ছে অবৈধ ইটের ভাটা ও তামাক চুল্লিতে। এ ছাড়া জোতের ক্ষেত্রেও প্রতিদিন পারমিটের চেয়েও দেড় গুণ কাঠ পাচার হচ্ছে সমতলে। প্রশাসনের নাকের ডগা প্রতিটি ট্রাকে পারমিটের বেশি কাঠ পাচার হলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সরেজমিনে বন উজাড়ের পরিস্থিতি দেখতে উপজেলার হাজাপাড়া, নয়মাইল, সীমানা পাড়া, মায়াফাপাড়াসহ বিভিন্ন পাড়ায় যায় এই প্রতিবেদক। উপজেলা সদর থেকে অন্তত ৮ কিলোমিটার দূরের গ্রাম বিষ্ণুকার্বারী পাড়া। পাড়া থেকে  আরো ৫ কিলোমিটার দূরে গিয়ে যায় গভীর দুর্গম পাহাড়ও উজাড় হচ্ছে।

সদ্য কাঠ কাটা হয়েছে এমন কয়েকটি পাহাড়ও চোখে পড়ে। স্থানীয়রা জানান, ‘মূলত জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য এসব পাহাড় থেকে কাঠ কাটা হচ্ছে। মূলত যেসব গাছ প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়। এতে পুরো পাহাড়টি বৃক্ষশূণ্য হয়ে পরে। ছোট বড় সব ধরনের গাছ কেটে নিয়ে যায় শ্রমিকেরা। মূলত দুর্গম হওয়ায় চাঁদের গাড়িতে করে এসব কাঠ পরিবহন করা হয়।’নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকেরা জানান ,‘আমরা মূলত দৈনিক শ্রমিক হিসেবে পাহাড় থেকে গাছ কাটার কাজ করি।

বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা কাছে থেকে

তৃতীয় একটি পক্ষ পাহাড়ের  থেকে চুক্তির ভিত্তিতে পাহাড়ে সব গাছ কিনে নেয়

তারপর গাছ কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়।’

চাঁদের গাড়ি বা জীপের শ্রমিকেরা বলেন,‘অনেক দুর্গম এলাকা থেকে কাঠ আনা হয়। দিনে দুবারের বেশি আসা যাওয়া সম্ভব হয় না। ’

দুর্গম পাহাড় থেকে কেটে আনা সেসব কাঠ বন বিভাগের নাকের ডগায় পরিবহন করা হয়। কাঠ পাচার বা পরিবহরে প্রধান রুট খাগড়াছড়ি -দীঘিনালা সড়কের জামতলী এলাকা। অথচ জামতলীতেই পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন নাড়াই রেঞ্জ, ঝুম নিয়ন্ত্রণ বিভাগের চেক পোস্টও রয়েছে। এছাড়া উপজেলার থানা বাজার হয়ে বোয়ালখালি বাজার সড়ক হয়ে এসব কাঠ ইট ভাটায় নিয়ে যাওয়া হয়। বছরের ৮ মাস এভাবে বনজ কাঠ পরিবহন করা হয়

জামতলী চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শাহীন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে একমাস আগে যোগদান করেছি৷ আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছি এখানে যা কিছু হচ্ছে সবকিছু বিভাগীয় মূল কর্মকর্তা নেতৃত্বে  হচ্ছে

এবং  এখানে কোনো অনিয়ম হচ্ছে না। যোগদানের পর একটি গাড়ি আটক করেছি এবং মামলাও হয়েছে।’

পার্বত্য এলাকায় সংরক্ষিত বন, রক্ষিত বন, ব্যক্তিমালিকাধীন বন ও অশ্রেণীভুক্তসহ চার ধরনের বন রয়েছে। তবে গত কয়েক দশকে এসব সংরক্ষিত বনাঞ্চল ব্যাপক হারে উজাড় হয়েছে। বনখেকোদের দৌরাত্ম্যে এসবে বনের কাঠ নির্বিচারে কাটা হচ্ছে

সাধারণ পার্বত্য এলাকায় গাছ কাটতে হলে সরকারিভাবে অনুমোদন নিতে হয়। কিন্তু নজরদারি ও তদারকির অভাবে জোতের পারমিটের পাশাপাশি বিনা অনুমতিতেও বন গাছ কেটে নিয়ে যাচ্ছে বনখেকোরা। অনুসন্ধানে বেরিয়ে আসে বনাঞ্চল উজাড়ের তথ্য।

খাগড়াছড়ির দীঘিনালা ও পানছড়ি উপজেলার সীমান্তবর্তী সীমানাপাড়া এলাকা। পাড়া থেকে প্রায় এক ঘন্টা হাঁটার পর বন খেকোদের দেখা মিলল। যেতে যেতে চোখে পড়ে বনের গাছ পরিবহন করার জন্য পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। বন ধ্বংস হওয়ায় বিপন্ন হচ্ছে পশু পাখির আশ্রয়স্তল । বিনষ্ট হচ্ছে জীবজগত। বন মাটি নির্মল রাখে,পানির উৎস সতেজ রাখে এবং মাটির ক্ষয় রোধ করে। দুর্গম পাহাড় থেকে সহজে গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে রাস্তা বানায় বনখেকোরা। বনের গাছ কর্তন রোধে কঠোর পদক্ষেপ চায় পরিবেশ কর্মীরা।

পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠা মাহফুজ রাসেল বলেন, ‘অনুমতি ছাড়া অশ্রেণীভুক্ত বনের গাছ কাটার কোন নিয়ম নেই। কিন্ত খাগড়াছড়িতে নির্বিচারে বন কর্তন হয়। কোন বাধা ছাড়া বন উছাড় হচ্ছে। বন বিভাগ কোন পদক্ষেপ নিচ্ছে না।  তাদের নাকের ডগায় প্রতিনিয়ত বনের কাঠ পরিবহন করা হচ্ছে।’

বন বিভাগের নাড়াইছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘চলতি মৌসুমে আমরা দুইটা গাড়ি জব্দ করেছি।’ কাঠ পাচার বন্ধে  কেন  কার্যকর পদক্ষেপ নিচ্ছে না  এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।’

তবে নিজেদের অপরাধ ঢাকতে তামাক চাষীদের ওপর দোষ চাপালেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ব্যাপক হারে তামাক চাষ হওয়ার কারণে বৃক্ষ নিধন রোধ করা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিস্তারিত আরও জানতে আমাদের সাথে থাকুন

মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
   
মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত হোসেন সরদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাব। রাজধানী ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল থেকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়

বুধবার (১২ মার্চ) দুপুরে র‍্যাব-৮-এর হেডকোয়াটার্স বরিশালে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। গ্রেপ্তারকৃত প্রধান আসামি হোসেন সরদার নিহত তিন ভাইয়ের আপন চাচা। বালু উত্তোলন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

কর্নেল আহমেদ বলেন, যারা নিহত হয়েছেন এবং হত্যায় যারা অভিযুক্ত তারা সবাই একসময়ে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বালু ব্যবসা ও বালু মহলার ইজারা নিয়ে বিরোধের সূত্র ধরে হোসেন সরদারের নেতৃত্বে ৮ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ৮০/৯০ জনের দল নিয়ে চারটি বাড়িতে হামলা চালায়। প্রাণ বাঁচাতে ভিক্টিমরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নিলে হোসেন সরদারের নেতৃত্বের সন্ত্রাসীরা মসজিদে ঢুকে সাইফুল সরদার, তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ ছাড়া তাদের চাচাতো ভাই পলাশ সরদারকে (১৮) গুরুতর জখম করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা আরও পাঁচজনকে কুপিয়ে জখম করে এবং নিহতদেরসহ চারটি বাড়িতে আগুন দিয়ে লুটপাট করে।

অধিনায়ক বলেন, এই ঘটনায় মোট ৫৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। র‍্যাব-৮-এর অধীনে মাদারীপুর ক্যাম্পের পৃথক অভিযানে সুমন সরদার (৩৩) নামে এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাব রেজিস্ট্রার অফিসে ঘুষ বানিজ্য অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন ও সদরের সাব রেজিস্ট্রার জহুরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ আর দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে এখানে একটাই সিস্টেম ঘুষ দিন আপনার কাজ বুঝে নিন ঘুষ ছাড়া কোন কাজ হয় না এই অফিসে

ক্রাইম রিপোর্টার আহমেদ ইমতিয়াজ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১০:৪৫ অপরাহ্ণ
   
চাঁপাইনবাবগঞ্জ  জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন  ও সদরের  সাব রেজিস্ট্রার জহুরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ আর দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে এখানে একটাই সিস্টেম ঘুষ দিন আপনার কাজ বুঝে নিন ঘুষ ছাড়া কোন কাজ হয় না এই অফিসে

চাঁপাইনবাবগঞ্জ সদরের   সাব রেজিস্ট্রার মোঃ জহুরুল ইসলাম  ও জেলা রেজিস্ট্রার মোঃ  নাজির আহাম্মেদ  রিপন এর বিরুদ্ধে ঘুষ আর দুর্নীতি অভিযোগ পাওয়া গেছে

অভিনব ঘুষ দুর্নীতি আর রমরমা দলিল বাণিজ্যের মাস্টারমাইন্ড হিসেবে আবির্ভূত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর সাব রেজিস্ট্রার জহিরুল ইসলাম ও জেলা রেজিস্ট্রার মোঃ নাজির আহমেদ রিপন  । এখানে তাদের  কথায় শেষ কথা। জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন  সাব রেজিস্ট্রার মোঃ জহুরুল ইসলাম এর   কাছে  থেকে মাসিক মোটা অংকের দক্ষিণা পেয়ে থাকেন
চাঁপাইনবাবগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিসে মোটা অংকের ঘুষ ছাড়া কোনো
কাজই হয়না। দলিল লেখক সমিতির কয়েকজন নেতা, দালাল সিন্ডিকেটের কতিপয় সদস্য ও তার কথিত সহকারীর মাধ্যমে প্রতিদিন সাব রেজিস্ট্রার জহুরুল ইসলাম   হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। সেই টাকার কিছু অংশ জেলা রেজিস্ট্রার নাজির আহমেদ রিপন  ও, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইজিআর অফিসের নামে রেখে দিয়ে সমূদয় টাকা জহিরুল ইসলাম সন্ধ্যায় তুলে নেন নিজের ঝুলিতে।

চাঁপাইনবাবগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো জমিই রেজিস্ট্রি হয় না বলে ভূক্তভোগীদের অভিযোগ।৷ অপেক্ষাকৃত কম লেখাপড়া জানা মানুষকে “কাগজপত্রে সমস্যা আছে” এ কথা বলে দাবি করা হয় মোটা অংকের উৎকোচ। না দিলে জমি রেজিস্ট্রির ক্ষেত্র শুরু হয় নানান টালবাহানা। তার অফিসের ক্লার্ক থেকে শুরু করে সাব রেজিস্ট্রার অফিসের মোহরার, টিসি মোহরার ও সহকারীসহ সবাইকে ঘুষ দিতে সুকৌশলে বাধ্য করা হয়। সরকারি ‘ফি’ এর বাইরে কথিত সহকারীকে দিয়ে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। ফ্রেশ জমিকে ডোবা, নালা, পতিত ও ধানী জমি বলে মোটা অংকের নজরানা নিয়ে রেজিস্ট্রি করা হয় গোপন চুক্তিতে।
সবমিলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির নিরাপদ আস্তানায় পরিণত হয়েছ চাঁপাইনবাবগঞ্জ সদর সাব রেজিস্ট্রি অফিস। ভুক্তভোগীরা জানায়, বর্তমান সাব-রেজিস্ট্রার জহিরুল ইসলাম এই অফিসে যোগদান করেই অবৈধ উপায়ে দু’হাতে অর্থ উপার্জনে বেপরোয়া হয়ে উঠেছেন।।
সূত্র জানায়, সাব রেজিস্ট্রার প্রতিমাসে ৫০ লাখ টাকা অবৈধ উপায়ে উপার্জন করেন।
নির্ভরযোগ্য  অনুসন্ধান সূত্রে ,জানা গেছে  সাব রেজিস্ট্রার জহিরুল  ইসলাম  কোন কোন দিন ৮/১০ লাখ টাকাও অবৈধ পথে উপার্জন করে থাকেন। এই টাকার ফিফটি পার্সেন্ট  জেলা রেজিস্ট্রার কে দিতে হয় এবং কিছু  অংশ দিয়ে সবাইকে ম্যানেজ করা হয়। অভিযোগ রয়েছে, তিনি কাউকে পরোয়া করেন না। তিনি দাম্ভিকতার সুরে বলেন, তার বিরুদ্ধে কেউ কিছুই করতে  পারবেনা। কারণ তিনি সব জায়গাতেই সিস্টেম করে চলেন বলে জানিয়েছেন তার কথিত সহকারী। জমি রেজিস্ট্রেশনের কাগজপত্র ঠিকঠাক থাকার পরও দলিলপ্রতি নির্ধারিত হারে সহকারীর মাধ্যমে সাব রেজিস্ট্রারকে মোটা অংকের ঘুষ দিতে হয়। হাতিয়ে নেয়া হয় নাস্তা খরচের নামে হাজার হাজার টাকা।

এ অফিসে দলিলপ্রতি নির্ধারিত হারে উৎকোচ দেয়াটা বৈধ বলেই মনে করছেন ভূক্তভোগীরা।
সচেতন এলাকাবাসীর দাবি, প্রতিদিন অফিস সময়ের পরে ঘুষ/উৎকোচের টাকা নিয়ে বাসায় যাওয়ার সময় দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করলে সাব রেজিস্ট্রার ও তার কথিত সহকারীকে হাতেনাতে ঘুষের টাকাসহ আটক করা সম্ভব।
সচেতন মহলের অভিমত, দুর্নীতি দমন কমিশন গোপনে অভিযান পরিচালনা করলে অবশ্যই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার  এবং  কথিত সহকারীর কোটি কোটি টাকার বেপরোয়া দুর্নীতির চিত্র বেরিয়ে আসবে। তার অনৈতিক উৎকোচ গ্রহণের কারণে রেজিস্ট্রেশন বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
সাব রেজিস্ট্রারের পক্ষে তার কথিত সহকারী জেলা রেজিস্ট্রার, আইজিআর অফিস ম্যানেজ করে এইসব বেপরোয়া কর্মকাণ্ড চালান।
এ ব্যাপারে আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও আইজিআর মহোদয়ের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী বিস্তারিত আরও জানতে আমাদের সঙ্গে থাকুন সারা বাংলাদেশের দুর্নীতি বাজ দের মুখোশ খুলে দিতে আমরা আছি আপনাদের সাথে

যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার-পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, হতাহত ৩০

ডিজিটাল নিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
   
যুক্তরাজ্যের উপকূলে তেল ট্যাঙ্কার-পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, হতাহত ৩০

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় উপকূলে তেল ট্যাঙ্কার এবং একটি পণ্যবাহী জাহাজের সংঘর্ষে উভয় জাহাজেই আগুন লেগে গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে কমপক্ষে ৩২ জনকে হতহাত অবস্থায় উদ্ধার করা হয়েছে

সোমবার (১০ মার্চ) ব্রিটিশ মেরিটাইম অ্যান্ড কোস্টগার্ড এজেন্সির একজন মুখপাত্র জানিয়েছেন, পূর্ব ইয়র্কশায়ার কাউন্টির উপকূলে এই দুর্ঘটনা ঘটেছে।

ব্রিটিশ মিডিয়ায় ঘটনাস্থলের ফুটেজে কালো ধোঁয়া এবং আগুনের বিশাল কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। গ্রিমসবি ইস্ট বন্দরের প্রধান নির্বাহী মার্টিন বয়ার্স বলেন, কমপক্ষে ৩২ জন হতাহতকে তীরে আনা হয়েছে। তবে তাদের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

জরুরি প্রতিক্রিয়া নিয়ে কাজ করা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন জানিয়েছে, অনেক লোক জাহাজ থেকে বেড়িয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে তিনটি লাইফবোট অনুসন্ধান ও উদ্ধারকাজে কাজ করছে।

সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি স্টেনা বাল্ক নিশ্চিত করেছে, দুর্ঘটনায় জড়িত তেল ট্যাঙ্কারটির মালিকানা তাদের। এটি যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি সামুদ্রিক কোম্পানি পরিচালনা করে আসছে।