খুঁজুন
শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

ফরিদগঞ্জে আবিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
ফরিদগঞ্জে আবিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

ফরিদগঞ্জে অস্ট্রেলিয়ান প্রবাসী শিক্ষক প্রবাসী আশরাফুল মিনহাজ মিলন এর অর্থায়নে তার মরহুম পিতার নামে প্রতিষ্ঠিত ‘আবিদ আলী ফাউন্ডেশন’ এর উদ্যোগে শিক্ষাবৃত্তি ও মায়ের নামে প্রতিষ্ঠিত ‘আমেনা বেগম  অনুদান’ এর পক্ষ থেকে এলাকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদিউজ্জমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট জন রবিউল ইমাম বাবুর সভাপতিত্বে ও এটিএম নুরুল্লাহ’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষক আশরাফুল মিনহাজ মিলন, নারায়ণগঞ্জ পিবিআই‘র পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ,  ফারুক হোসেন, মিজানুর রহমান, ইউপি সদস্য দোলোয়ার হোসেন, ইউপি সদস্য খোরশেদ আলম পাটওয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, মরহুম আবিদ আলী এই এলাকার একজন সমাজসেবক ছিলেন। রাজনীতির বাইরেও নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। গরীব ও অসহায়দের প্রতি অবদান ছিল অনস্বীকার্য। তাই তার পরিবারের পক্ষে তার অবর্তমানে সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখতে ফাউন্ডেশনের উদ্যোগে নিয়মিত সহায়তা দেওয়া হচ্ছে। আগামীতে আরও বড় পরিসরে এসব সেবামূলক কাজ করলে এলাকায় একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব হবে।

আলোচনা শেষে ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।